দক্ষিণবঙ্গ পুড়ছে তীব্র তাপপ্রবাহে। ৪জুন মিটে গিয়েছে লোকসভা নির্বাচনের পর্বও। এই সময় যাকে বলে ‘সিজন’ চলছে শৈলপুরীতে। ছুটি-ছাটা ম্যানেজ করে বঙ্গবাসী হাওয়া বদলাতে ছুটছেন দার্জিলিং। এর জেরে, দার্জিলিং এর ম্যাল, চিড়িয়াখানা, বাতাসিয়া লুপ, লেপচা, লামাহাটা, মিরিক সহ একাধিক জায়গায় কার্যত তিল ধারণের জায়গা নেই।
আগে থেকে বুকিং না থাকলে মিলছে না হোটেল, হোমস্টেও। ট্যুর অপারেটরদের সূত্রে জানা গিয়েছে, ২২ জুন পর্যন্ত ওই পরিস্থিতি চলবে। অধিকাংশ হোটেল, হোমস্টের বুকিং আগে থেকেই হয়ে আছে।
Metiabruz snatching: ট্যাক্সি থামিয়ে প্রায় ৩ লাখ টাকা ছিনতাই, মেটিয়াব্রুজে ব্যবসায়ীকে খুনের হুমকি
দার্জিলিং-এর মনোরম আবহাওয়া উপভোগ করতে পর্যটক থিকথিক করছে পাহাড়ে। এর জেরে ঘুম থেকে ম্যাল অবধি লেগেই থাকছে যানজট। পর্যটকদের গাড়ির লম্বা লাইন ঠেলে এগোতে হচ্ছে পথচারীদের। ম্যালের সমস্ত দোকান, খাবার দাবারের স্টলেও বেড়েছে বিক্রি।