পুজোয় পর্যটকদের নয়া উপহার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের। সোমবার থেকে আরও একটি নতুন ট্রেন চালু করছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন রুটে এই নতুন এসি প্যাসেঞ্জার ট্রেনটি চলবে সপ্তাহে তিন দিন।
প্রতি সপ্তাহের সোম, বুধ ও শনিবার সকাল ১০ টায় এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। সন্ধ্যে ৬টায় পৌঁছবে দার্জিলিং। এই ট্রেনটিই আবার প্রতি সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি ফিরে আসবে। দার্জিলিং থেকে ট্রেনটি ছাড়বে ৯টা ১০ মিনিটে। যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি পৌঁছবে বিকেল ৪টে ৩৫ মিনিটে।
এই টয় ট্রেনে আসন সংখ্যা ১৫। এটি একটি ভিস্তা ডোম কোচ। ফলে, ট্রেনে বসেই যাত্রীরা চোখ মেলে প্রত্যক্ষ করতে পারবেন শৈলশহরের সৌন্দর্য। এছাড়াও রয়েছে ৮ আসনের রেস্তোরাঁ কোচ, পাওয়ার কার। এমনিই পর্যটকদের কাছে দার্জিলিঙয়ের মূল আকর্ষণ টয় ট্রেন। কিছুদিন আগে ধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল টয় ট্রেন পরিষেবা। পুজোর মুখেই টয় ট্রেন চালু হওয়া এবং ভিস্তাডোম কোচ-সহ একটি নতুন ট্রেন পাওয়ায় স্বাভাবিক ভাবেই পর্যটকদের মধ্যে খুশির জোয়ার।