দীর্ঘ ৮ বছর পর জামিন পেলেন নেতাই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ডালিম পাণ্ডে এবং তপন দে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই দুই সিপিএম নেতাকে জামিন দেয়। এরপর বৃহস্পতিবার তাঁরা মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান। উল্লেখ্য, এই মামলায় লালগড়ের দাপুটে সিপিএম নেতা অনুজ পাণ্ডের জামিনের আর্জিও গৃহীত হয়েছে বলেই খবর। তবে এখনও সংশোধনাগারে মুক্তির নির্দেশ না আসায় বৃহস্পতিবার ছাড়া পাননি তিনি।
বৃহস্পতিবার জঙ্গলমহলের দুই নেতাকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি সিপিএম কর্মী-সমর্থকরা। সংশোধনাগার থেকে বেরিয়ে আসার পর তাঁদের ফুল-মালা দিয়ে স্বাগত জানান সিপিএম কর্মী-সমর্থকরা। ডালিম জানান, দীর্ঘ ৮ বছর ধরে চক্রান্তের শিকার হয়ে তাঁদের জেলবন্দি থাকতে হয়। তবে দলের হয়ে কাজ যে থামাবেন না, জেল থেকে বেরিয়েই সেকথা স্পষ্ট করে দেন এই দুই সিপিএম নেতা।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারি মাসে লালগড়ের নেতাইয়ে রথীন দণ্ডপাটের বাড়িতে থাকা সিপিএমের ‘সশস্ত্র শিবির’ থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় মারা যান ৪ জন মহিলা-সহ ৯ জন গ্রামবাসী। আহত হন কমবেশি ২৮ জন। নেতাইয়ের এই ঘটনার সময় সিপিএম নেতা ডালিম ছিলেন স্থানীয় ধরমপুর লোকাল কমিটির সম্পাদক। এই ঘটনার পরেই গা ঢাকা দেন ডালিম। পরে ২০১৪ সালের এপ্রিল মাসে হায়দরাবাদ থেকে ডালিম, তপন-সহ পাঁচ সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়।