সোমবারের পর মঙ্গলবারও দুর্ভোগ অব্যাহত। মঙ্গলবার সকাল থেকেই ফের খন্যান স্টেশনে রেল অবরোধ। রেল অবরোধের জেরে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া বর্ধমান মেন শাখায়। সকাল সাতটায় প্রথম হাওড়াগামী ট্রেন আটকে দেন খন্যান থেকে ট্রেনে ওঠা নিত্যযাত্রীদের একাংশ।
জানা গিয়েছে, রেললাইনের উপর ট্রেনের সামনে লোহার বার বসিয়ে দেন তাঁরা। এরপর নিজেরাও বসে পড়েন রেললাইনের উপরে। এই গরমে কার্যত দমবন্ধ পরিস্থিতিতে পড়েন ট্রেনে থাকা যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেল ট্রেন চলছে নিয়ম মেনে, অথচ লোকাল ট্রেনে কোপ পড়েছে। এদিকে এই অবরোধের জেরে আদিসপ্তগ্রাম স্টেশনে দাঁড়িয়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
আরও পড়ুন- Hilsa from Bangladesh: উৎসবের মরশুমের আগে দারুণ খবর! আজ থেকেই ঢুকবে পদ্মার ইলিশ
শক্তিগড় স্টেশনে রেললাইনে কাজের জেরে এই লাইনে বহু ট্রেন বাতিল। কম ট্রেন, অতিরিক্ত ভিড়ের সমস্যায় নাজেহাল নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। নন ইন্টারলকিংয়ের এই কাজ শুরু হওয়ার কারণে চলতি মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ অবধি বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে। এরপরই সোমবার থেকে শুরু হয় বিক্ষোভ।