ফের দেশে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার জন মানুষ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। যা গত সাত মাসে দৈনিক সংক্রমণের নিরিখে সর্ব্বোচ্চ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ১০ হাজারের বেশি। গত অক্টোবর মাসের পর থেকে আয়ত্তেই ছিল করোনা সংক্রমণ। তারপর মার্চ মাসে এই নিয়ে দুবার আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮০০।
Kolkata Traffic: সপ্তাহের শুরুতেই কলকাতার রাস্তায় যান নিয়ন্ত্রণ, কোন পথে যাবেন জানুন
উল্লেখ্য, গরমের গোড়াতেই রোজ বাড়ছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে দেশের প্রতিটি হাসপাতাল এবং বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আগাম সর্তক করল কেন্দ্র। এমনিতেই এপ্রিল মাসে হাসপাতালগুলিতে করোনা রোখার মহড়া নেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিদিন যে হারে সংক্রমণ নতুন প্রজাতির মাধ্যমে বাড়ছে, তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্বেগ বাড়ছে।
এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নির্দেশে এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ দেশের প্রতিটি হাসপাতালে কোভিড মহরার কথা ঘোষণা করা হয়েছিল।