বর্ধিত হারে ডিএ-র দাবিতে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি 'ক্ষুব্ধ' সরকারি কর্মচারীদের । মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের ডাকে সাড়া না দিলে এবার রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দেবেন তাঁরা । সরকারি কর্মচারীদের সংগঠন ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে এই লাগাতার ধর্মঘট শুরু হবে ।
সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে ?
সাংবাদিক বৈঠকে ‘সংগ্রামী যৌথ মঞ্চ’ জানিয়েছে, বকেয়া ডিএ-র দাবিতে আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহা মিছিল । মিছিল শেষে শহিদ মিনারে সভা রয়েছে । সেই সভাতেই মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা । মুখ্যমন্ত্রী যদি তাঁদের ডাকে সাড়া না দেন, তাহলে লাগাতার ধর্মঘটে নামার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইছেন তাঁরা । কারণ, আন্দোলনরত সরকারি কর্মচারীদের কথায়, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও তাঁদের সমস্যার সমাধান হয়নি । তাই তাঁরা চাইছেন, মুখ্যমন্ত্রী এবার এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করুন ।
মুখ্যমন্ত্রী কী বলছেন ?
মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ দেওয়ার ক্ষমতা রাজ্যের নেই । রাজ্য তার সামর্থ্য অনুযায়ী ডিএ দেবে । তাহলে আদৌ কি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে সভায় যাবেন মুখ্যমন্ত্রী ? সময় এলেই তার উত্তর মিলবে ।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে ।