Cyclone Sitrang Update : কালীপুজোর রাতেই শুরু হবে সিত্রাংয়ের দাপট, ৯০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া

Updated : Oct 31, 2022 15:25
|
Editorji News Desk

কালীপুজোর (Kalipuja 2022) রাতেই দাপট দেখাতে শুরু করবে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang Update) । ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি (Rain) শুরু হয়েছে । রাতের বেলায় বৃষ্টির তীব্রতা বাড়বে । আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে মূলত, দুই ২৪ পরগনায় । অন্যদিকে, কলকাতা (Kolkata),  হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার । তা বেড়ে ৫০ কিলোমিটারও হতে পারে । সেইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । 

মঙ্গলবার সকালে তার তীব্রতা আরও বাড়তে পারে । সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার দাপট বেড়ে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে । তার পর ধীরে ধীরে শক্তি কমবে ঝড়ের । বৃষ্টির পরিমাণও কমতে শুরু করবে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এতটা হাওয়ার দাপট থাকবে না । মঙ্গলবার বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি । এছাড়া, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা যেমন হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া এবং  মুর্শিদাবাদের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়-বৃষ্টির ফলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি । 

আরও পড়ুন, Mamata Banerjee : কালীপুজোর রাতে সিত্রাং নিয়ে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
 

উপকূলের অনেকটা কাছে চলে এসেছে সিত্রাং। রবিবার রাত থেকেই উপকূলবর্তী এলাকায় বদলেছে আবহাওয়া । সোমবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলেও বেলায় বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার দাপট বেড়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলার মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। এর মধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।    

 

Sitrangsitrang cycloneCyclone

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর