আসছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার থেকেই সতর্ক প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা ২১ ঘন্টার জন্য বাতিল করে দেওয়া হল বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার, ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার, ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতায় সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। মোট ২১ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে. সেটি শক্তি সঞ্চয় করতে করতে উত্তরে স্থলভাগের দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এই রেমালের প্রভাবে রবিবার থেকেই বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা। হাওড়া ও শিয়ালদহ শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবাও বাতিল করার সিদ্ধান্ত দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়বে কলকাতায়। মহানগরে এই ঝড়ের তীব্রতা থাকতে পারে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার। রবিবার থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরেও বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।