বুধবার সন্ধ্যাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে 'মোকা' । হাওয়া অফিস সূত্রে খবর,দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এদিন সন্ধেবেলায় তা আরও উত্তর-উত্তর পশ্চিমে সরে গিয়ে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । পরের কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সকালে তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । শুক্রবার দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে সরে গিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে খবর ।
ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর শনিবার থেকে শক্তি ক্ষয় শুরু হবে 'মোকা'-র । রবিবার দুপুরের দিকে তা কক্সবাজার এবং মায়ানমারের কিয়াউকপিউয়ের উপর আছড়ে পড়বে । ঘণ্টায় গতিবেগ থাকতে পারে ১২০ থেকে ১৩০ কিলোমিটার । অতি গভীর নিম্নচাপ হিসেবে কোথায় অবস্থান করছে 'মোকা' ? হাওয়া অফিস জানিয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে ৫৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মায়ানমারের সিতওয়ে থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে নিম্নচাপটি ।
'মোকা'-র কোনও প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস । রাজ্যে দু'দিনের মধ্যে তো বৃষ্টির সম্ভাবনা নেই-ই, উল্টে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে । আট জেলায় লু বইতে পারে বলে সতর্কবার্তা আবহাওয়া দফতরের ।