শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি জারি রয়েছে সকাল থেকেই। তারমধ্যেই টর্নেডোর দাপটে তছনছ হয়ে গিয়েছে উপকূলের সুন্দরবন এলাকা। ২ মিনিটের বিধ্বংসী ঝড়েই কার্যত ধ্বংসাবশেষে পরিণত হয়েছে সুন্দরবন। বাড়িঘর ভেঙে গিয়েছে , বেশ কিছুজন আহতও হয়েছেন বলে খবর।
Kolkata Police: ৬০টি অত্যাধুনিক CCTV ক্যামেরা বসছে কলকাতায়, ভিড়ের মধ্যেও চিহ্নিত করবে অপরাধীকে
অন্যদিকে , নিম্নচাপের প্রভাবে হুগলির কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা-ত্রিবেণী এলাকায় শনিবার আচমকা ঘূর্ণিঝড় হয়। যার জেরে বিস্তর ক্ষতির মুখে গোটা এলাকা।