নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজীব সিনহাকে কড়া বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। কমিশনার রাজ্যবাসীকে হতাশ করেছেন, রাজভবনে পিস কনফারেন্স করে এমনই মন্তব্য রাজ্যপালের।
রাজ্যে পঞ্চায়েতের দিনঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে একাধিক এলাকা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, ভাঙড়, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, কোচবিহারের দিনহাটা, শীতলকুচিতে অশান্তি হয়। রাজ্যপাল নিজেও গ্রাউন্ড জিরো পরিদর্শন করেন। কথা বলেন লোকজনের সঙ্গে। বৃহস্পতিবার রাজ্যের অশান্তি নিয়ে সরাসরি রাজভবনে পিস কনফারেন্স করেন রাজ্যপাল। নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি আপনাকে নিয়োগ করেছিলাম। আপনি আপনার দায়িত্ব পালন করতে ব্যর্থ। এতগুলি মৃত্যুর দায় নিতে হবে কমিশনকেই।"
আরও পড়ুন: বিজেপি প্রার্থীর বাড়িতে থান, রজনীগন্ধার মালা ও ৩টি বোমা, অভিযোগ তৃণমূলের দিকে
রাজ্যপাল বলেন, "আগুন নিয়ে খেলা চলছে। মানুষের চোখের জল দেখেছি। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ হোক। ভাঙড়, কোচবিহার, পুরুলিয়া, বাসন্তী, এতগুলি মৃত্যুর দায় কার। নির্বাচন কমিশনকে জবাব জিতে হবে।"