পুলিশের গাড়ির বিরুদ্ধেই বেপরোয়া গতির অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরেই উত্তাল কল্যাণী। রবিবার সন্ধ্যায় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত স্থানীয় বিদ্যাসাগর কলোনি। প্রতিবাদে থানা ঘেরাও। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয়দের অভিযোগ এদিন ওই এলাকায় মতুয়া সম্প্রদায়ের প্রসাদ বিতরণ হচ্ছিল। তখনই ভিড়ের মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে একটি পুলিশের গাড়ি ছুটে যাওয়ার অভিযোগ। আর তাতেই তেতে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মতুয়াদের উদ্যোগে স্থানীয় বিদ্যাসাগর কলোনিতে এদিন নাম সংর্কীতনের আয়োজন করা হয়েছিল। তার শেষেই বিতরণ করা হচ্ছিল প্রসাদ। ফলে ভিড় করেছিলেন এলাকায় লোকেরা। অভিযোগ, সেসময় পুলিশের একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে সেই রাস্তার উপর দিয়ে চলে যায়। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। প্রসাদ বিলির কাজেও ব্যাঘাত ঘটে। ক্ষুব্ধ লোকজন পুলিশের গাড়িটি আটকায়। প্রথমে গাড়িতে থাকা পুলিশকর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের।
অভিযোগ, প্রথমে পুলিশের গাড়িতকে ভাঙচুর শুরু করে এবং গাড়িটি উল্টে দেওয়া হয়। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। অশান্তির খবর পেয়ে আরও পুলিশ বাহিনী পাঠানো হয় কল্যাণী থানা থেকে। শুরু হয় ধরপাকড়। বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে।