আজ মকর সংক্রান্তি (Makar Sankranti 2023) । পূণ্য লগ্নে পূণ্যস্নানের জন্য ভিড় গঙ্গাসাগরে (Ganga Sagar) । অজয় নদের তীরেও দেখা গেল একই ছবি । মকর সংক্রান্তি উপলক্ষে এবারও ঐতিহ্যবাহী জয়দেবের কেন্দুলি মেলার (Joydev Kenduli Mela) আয়োজন করা হয়েছে । এই মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গিয়েছে । অজয়ের জলে ডুব দিয়ে মকর স্নান সারছেন তাঁরা ।
গত দু'বছর করোনার জন্য বন্ধ ছিল মেলা । এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার শিবপুরের জয়দেবের মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে । এবছর যে রেকর্ড ভিড় হবে, তা আশা করেছিল কাঁকসা প্রশাসন । তাই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে । বীরভূম জেলা পুলিশের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কড়া নজরদারি রয়েছে ।
স্বাস্থ্য দফতরের বিশেষ দল, দমকল বিভাগ, ট্রাফিক পুলিশ এবং কাঁকসা পুলিশ থাকছে নজরদারিতে । এছাড়াও উদ্ধারকারী দল , নদীর পাড়ে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে ।