দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করেছিলেন করেছিলেন স্থানীয়রা। তার জবাবে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বিষ্ণুপুরের (Bishnupur) ভাসায় গুলি চালালো দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হামলায় একজন গুলিবিদ্ধ, একজনের মাথায় আঘাত লাগে।
গত পুজোর সময় এলাকায় দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদ করেছিলেন স্থানীয় দুই যুবক প্রদীপ নস্কর ও প্রভাত গায়েন। অভিযোগ, বোমা ছুড়তে ছুড়তে এলাকায় ঢোকে ৫-৭ জনের দুষ্কৃতী দল। বোমার আওয়াজে দুই যুবক বাড়ি থেকে বেরিয়ে এলে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। প্রদীপের পায়ে গুলি লাগে। বন্দুকের বাঁট দিয়ে প্রভাতকে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Anis Khan: আনিস হত্যায় 'ষড়যন্ত্র' দেখছেন ফিরহাদ, সরকারকে আক্রমণ সেলিম, শুভেন্দুর
আহতদের এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।