১০ মার্চ তৃণমূলের ব্রিগেড । ওইদিন রাজনৈতিক উত্তাপ আরও কয়েকগুণ বাড়াতে এবার ময়দানে সিপিএম । জানা গিয়েছে, তৃণমূলের জনগর্জন সভার দিনই রাজ্যজুড়ে ১০ জায়গায় সভা করবে বামেরা ।
আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, ১০ মার্চ ১০ টি সভা কোথায় কোথায় হবে তা এখনও চূড়ান্ত নয় । তবে, যাদবপুর ও মুর্শিদাবাদে যে সভা হবে, সেই বিষয়ে প্রায় নিশ্চিত করে ফেলেছেন বামেরা । সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছে, দু’এক দিনের মধ্যেই ১০ টি জায়গার নাম ঠিক করা হয়ে যাবে ।
জানা গিয়েছে, ১০ মার্চ সন্দেশখালিতেও সভা করতে চায় সিপিএম । পুলিশের কাছে আবেদনও করেছিলেন বলে জানা গিয়েছে । কিন্তু, সেই অনুমতি মেলেনি বলেই খবর ।
উল্লেখ্য, তৃণমূলের 'জনগর্জন সভা'-কে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে । পাল্টা একইদিনে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চাইছে সিপিএম । ফলে ১০ মার্চকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলাই যেতে পারে ।