ভোটগণনার দিন উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা । তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা ছড়াল গণনাকেন্দ্রে । অভিযোগ, সিপিএম এজেন্টদের ঢুকতে বাধা দেয় তৃণমূল । পাল্টা তিরধনুক নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে । সংঘর্ষে কয়েক জন জখম হন । আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে । বেশ কয়েকটি বাইক এবং স্কুটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ ।
অন্যদিকে, খণ্ডঘোষে সিপিএম এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে । পাল্টা বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা । ভাতারেও গণনাকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখায় সিপিএম কর্মীরা ।
এদিকে, বালির জগাছা পল্লীমঙ্গল স্কুলের বাইরে সিপিএমকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার হয় । অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে বাইরে ফেলে দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের জানলা দিয়ে ব্যালট বাইরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ । যার প্রতিবাদে বিক্ষোভ দেখান সিপিএম সমর্থকরা। অন্যদিকে, ভোটের পর গণনার দিনেও বালিতে সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের মাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।