বামফ্রন্টের (Left Front) পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম এবং তৃণমূল সমর্থকরা। এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।
আরও পড়ুন: West Bengal Civic Poll: নির্বাচনের আগে তৃণমূলের গোঠীদ্বন্দ্বের জেরে রণক্ষেত্র কামারহাটি
দক্ষিণ দমদম (South Dumdum) পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের মতিঝিল স্কুলে সিপিএম প্রার্থী অস্মিতা করের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বুথের মধ্যেই তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমাল শুরু হয়। সিপিএম প্রার্থী ইলেকশন কমিশনে অভিযোগ করলে বুথের সামনেই ব্যপক বচসা হয়।