রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বামেদের ফের অক্সিজেন দিল নদিয়া। তেহট্টের সমবায় ভোটে বড় ব্যবধানে জিতলেন বাম প্রার্থীরা। দ্বিতীয় স্থানে তৃণমূল। আর মতুয়া অধ্যুষিত এই জেলায় কার্যত নিশ্চিহ্ন বিজেপি। ৭২টি আসনের মধ্যে ৬৬টি আসনে জিতছে সিপিএম। মোট ভোটার ছিলেন প্রায় ২ হাজার জন। রবিবার এই ভোট হয়েছিল।
এর আগে রাজ্যের সমবায় ভোটে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়াই করেছিল বামেরা। পূর্ব মেদিনীপুরে সেই লড়াইয়ে সাফল্য এসেছিল। কিন্তু নীতিগত জায়গায় এই জোট থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয় বাম শিবিরে। তবে, নদিয়া নিজেদের সংগঠনকে মজবুত করতে গত কয়েকটি নির্বাচনে একলা চলার নীতিই নিয়েছে বামেরা। তার জেরেই তাহেরপুর পুরসভার উপ-নির্বাচন, পলাশিপাড়ার পর তেহট্টেও সমবায় ভোটে বিপুল জিতল সিপিএম।
রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোটের আগে এই জেলায় অক্সিজেন পেল সিপিএম। হাতে এখনও সময় আছে। তাই মনে করা হচ্ছে পঞ্চায়েতের আগে জেলায় নতুন করে সংগঠনকে মেরামতির কাজ শুরু করবে বাম নেতৃত্ব।