সিঙ্গুরের সিপিএম নেতা সুহৃদ দত্ত প্রয়াত। তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তিনি। সিঙ্গুরের তৎকালীন জোনাল কমিটির সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সিঙ্গুরের অপূর্বপুরের নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর।
তাপসী-মামলায় ২ মাস ১৯ দিনের সিবিআই হেফাজতে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সুহৃদের দাবি, তাঁর থেকে অনুমতি না নিয়েই লাই ডিটেক্টরের সামনে তাঁর পায়ে হাতে রাসায়নিক লাগানো হয়। সেই থেকেই তাঁর পায়ে দগদরে ঘা হয়ে যায়। ওই মামলায় সিপিএম কর্মী দেবু মালিককেও গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, ২০০৬ সালে সিঙ্গুরের বেরাবেরি মৌজায় চাষের জমি থেকে তাপসীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। সেই ঘটনা কার্যত রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেয়।