২০২৪- এর লোকসভা নির্বাচনের আগে নতুনত্বের ছোঁয়া বামেদের প্রচারে। দীর্ঘদিন ধরে বঙ্গ সিপিএমের বিরুদ্ধে কর্মী সমর্থকদের অভিযোগ ছিল নতুন প্রজন্মের কথা ভাবছে না সিপিএম (CPIM)। তাই এবার বাম যুব সংগঠন (DYFI) এর ইনসাফ যাত্রার প্রচারে ইন্ডিয়ার জার্সি পরে পথে নেমেছিলেন মীনাক্ষী, প্রতীক উর, সৃজনরা। ভিডিওর রিলের সঙ্গেও জুড়ছে কেকে, অরিজিৎ সিং এর জনপ্রিয় সব হিন্দি গান। সেসব ভিডিয়ো আপলোড হয়েছে, অফিসিয়াল পেজ থেকেই। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, স্লো’গান’এর ভাষা কি বদলাল?
Mahua Moitra: 'অসত্যের কাছে কভু...', মহুয়ার মুখে নজরুলের লাইন, মহাভারতের যুদ্ধের হুঁশিয়ারি বিজেপিকে
এক সময় ‘পথে এবার নামো সাথী’ কিংবা ‘ওরা আমাদের গান গাইতে দেয় না’, অথবা ‘হেই সামাল হো’, সাবেক বামেদের মিছিলে, প্রচারে হেমাঙ্গ বিশ্বাস সলিল চৌধুরীদের এই সব সৃষ্টিই ছিল স্লো’গান’ হয়ে। যদিও দলের তরফে স্পষ্ট বলা হচ্ছে, পুরনো ঘরানাকে অস্বীকার করার কোনও প্রশ্নই নেই। সেসব সৃষ্টি শাশ্বত। ওয়াকিবহাল মহল মনে করছেন , নিজেদের ইতিহাস ধরে রেখে নতুনত্বকেও আধার করেই প্রচারে শান দিতে চাইছে বঙ্গ বামেরা।