হাওড়ার একটি কালীপুজো উদ্বোধনকে কেন্দ্র করে ফের শুরু হল বিতর্ক। একটি ভিডিওতে দেখা গিয়েছে, পুজো উদ্বোধনের সময় তৃণমূল বিধায়কের হাতে হাত রেখে মোমবাতি প্রজ্বলন করছেন সিপিএম নেত্রী। আনন্দবাজার অনলাইনের হাতে ওই ভিডিও এসেছে। তাদের প্রকাশ করা খবর অনুযায়ী, উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর হাতে হাত রেখে পুজো উদ্বোধন করছেন সিপিএমের জেলা কমিটির সদস্য দুলু দাস। তিনি জেলা মহিলা সংগঠনের শীর্ষনেত্রী পদেও রয়েছেন।
এবিষয়ে আনন্দবাজারের তরফে দুলু দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, ওই অনুষ্ঠানে প্রতিবছরই তিনি যান। কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। একটি সাধারণ অনুষ্ঠান। যদিও হাওড়া জেলা CPIM এর তরফে জানানো হয়েছে, তারা ওই বিষয়টি অনুমোদন করছে না।