ছোডুপ লেপচা কেন মানসিক অবসাদে ভুগছিলেন তা তদন্ত করে দেখবে পুলিশ। পার্ক সার্কাসে গুলি কাণ্ডের পর সাংবাদিকদের একথা জানান কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।
শুক্রবার পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে ডিউটিতে ছিলেন কলকাতা পুলিশের কর্মী ছোডুপ লেপচা। এদিন দুপুরে হঠাৎ তিনি পথচলতি লোকজনের উপর এলোপাথাড়ি গুলি(Shootout in Park Circus) চালাতে শুরু করেন। তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন।
ঘটনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার বলেন, ‘‘ছোডুপ লেপচা এক বছরও হয়নি কলকাতা পুলিশ ফোর্সে যোগ দিয়েছিলেন। তিনি কমপ্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেয়েছিলেন। গতকালই তিনি ছুটি থেকে ফিরে ডিউটি জয়েন করেন।সম্ভবত মানসিক অবসাদে তিনি ভুগছিলেন, তাই এমন ঘটনা ঘটিয়েছেন। কেন তিনি মানসিক অবসাদে ভুগছিলেন তা তদন্ত করে দেখবে পুলিশ।’’
কমিশনার আরও জানান, ওই ঘটনায় ছোডুপ ও আরও এক মহিলার মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুইজনের অবস্থা গুরুতর নয়। তিনজনেরই হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের হাতে ও কাঁধে গুলি লেগেছে। তবে মোট কত রাউন্ড গুলি চলেছে তা এখনও জানা যায়নি। যে মহিলা মারা গিয়েছেন তাঁর পরিচয় পুলিশ জানার চেষ্টা করছে।