দেশজুড়ে বাড়ছে করোনা । এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অবস্থা কী ? শুক্রবার উচ্চপর্যায়ের বৈঠকের পর পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম । তিনি জানান, রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে । তবে রাজ্যে আগাম প্রস্তুতি রাখা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামোতেও নজর দিচ্ছে রাজ্য ।
শুক্রবার করোনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকে কেন্দ্র । সেই বৈঠকে রাজ্যের তরফে হাজির ছিলেন স্বাস্থ্যসচিব । বৈঠকের পরে তিনিই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বলেন, "সংক্রমণ অল্প পরিমাণেই বেড়েছে । কিছু কিছু করোনারোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে । তবে এই রোগীদের কোমর্বিডিটি ছিল ।" তিনি আরও জানান, হাসপাতালে কোভিড চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি-সহ অন্যান্য বিষয়ে যথাযথ প্রস্তুতি রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ।
উল্লেখ্য, এদিন করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্যগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কোভিড মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে রাজ্যগুলিকে । সমস্ত হাসপাতালগুলিতে মক ড্রিল করার নির্দেশ দিয়েছেন তিনি । এছাড়া, জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন রাজ্যগুলিকে ।