লালবাগের সদরঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। গঙ্গা পার করতে গিয়ে নদীতে পড়ে গেল গাড়ি। গাড়ির মধ্যে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। কোনও ক্রমে বেঁচে গিয়েছেন তাঁদের শিশুসন্তান, গাড়ির চালক ও দুই আত্মীয়।
স্থানীয় সূত্রে খবর, লালবাগ সদর ঘাটে গঙ্গা পেরোনোর সময় একটি চারচাকার গাড়ি নৌকায় ওঠানো হয়। ৬ যাত্রী সহ গাড়িটি নৌকো থেকে গঙ্গায় পড়ে যায়। নৌকাচালকরা কোনও ক্রমে ৪জনকে বাঁচান। আটকে পড়া বাবা ও মাকে উদ্ধার করা যায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে খবর মৃত ওই দম্পতির নাম শুভজিৎ সরকার ও সুমনা সরকার। উদ্ধার হওয়া বাকি ৪জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
গঙ্গায় এমন ঘটনা দেখে স্থানীয়রা ভিড় জমান। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে। স্থানীয়দের অভিযোগ, গঙ্গা পার করতে গিয়ে এভাবেই দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। প্রশাসনের নজরদারির প্রয়োজন আছে।