কলকাতার বহুতল থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে গড়ফা থানা এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই দম্পতি আত্মহত্যা করেছেন। দেহ উদ্ধার করে কারণ খতিয়ে দেখছে পুলিশ। বুধবার সকালে জোড়া দেহ উদ্ধার হহয়। দেহের পাশ থেকে সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে লেখা, দম্পতির মৃত্যুর জন্য কেউ দায়ী নন। পাশাপাশি, দম্পতি জানিয়েছেন, নাতির প্রসাদের জন্যেই তাঁরা অপেক্ষা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতি এলাকায় বেশ পরিচিত ছিলেন। সুধন্য প্রামাণিকের বয়স ৬৫ বছর। তাঁর স্ত্রী সবিতা ৬০ বছরের। গড়ফা থানার পূর্বাচল রোডের একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। ছেলে, বৌ ও নাতি পুরী গিয়েছিলেন। সকালে ফ্ল্যাটে দুধ দিতে যান দুধওয়ালা। অনেকবার ডাকাডাকি করেও সাড়া পাননি তিনি। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দম্পতির দেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা,ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর পিছনে অন্য় কোনও কারণ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক সমস্যা আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।