এবার পড়ুয়াদের সুবিধার জন্য কাউন্সেলিং প্রক্রিয়া সরলীকরণ করল WBJEE। এবার মোট ৯৭ হাজার ৫২৪ জন জয়েন্ট পরীক্ষা দিয়েছিল। রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের আসন সংখ্যা প্রায় ৩৪ হাজার। বোর্ড জানিয়েছে, আগামী ৩০ জুনের পর কাউন্সেলিং শুরু হবে।
কাউন্সেলিং পদ্ধতি সরলীকরণ করার জন্য এবার একটি অ্যাপ তৈরি করেছিল জয়েন্ট এন্ট্রাস বোর্ড। যার মাধ্যমে রিয়াল টাইম যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল। ওএমআর শিট ও বুকলেটেও পরিবর্তন আনা হয়েছিল। এবার একটি বইও বের করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বোর্ডের দাবি, ওই বই পড়লে কাউন্সেলিং পদ্ধতি সহজে বুঝতে পারবেন পড়ুয়ারা।
এবার জয়েন্টে বেশি সফল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চমাধ্যমিক বোর্ডের। শুক্রবারই বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে ব়্যাঙ্ক কার্ড পাওয়া যায়। সেখানেই জিএমআর ও পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা।