১ জানুয়ারি, ১৮৮৬ সাল। কল্পতরু উৎসবের সূচনা করেন রামকৃষ্ণ পরমহংসদেব। কল্পতরু, অর্থাৎ, যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে৷ কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ বলেছিলেন, ' তোমাদের চৈতন্য হোক'৷ তারপর থেকে প্রতিবছর জানুয়ারি মাসের পয়লা তারিখে এই উৎসব উদযাপিত হয়। কাশীপুর উদ্য়ানবাটীর তরফে জানানো হয়েছে, ৩দিন ধরে চলবে উৎসব। যাঁদের কোমর্বিডিটিজনিত সমস্যা রয়েছে, তাঁদের ভিড় এড়াতে ২ ও ৩ জানুয়ারি আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এই দিন রামকৃষ্ণ পরমহংস তাঁর অনুগামীদের কাছে নিজেকে 'ঈশ্বরের অবতার' বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে (বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখাকেন্দ্র) এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে "ঠাকুরের বিশেষ উৎসব"গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন।