যাত্রা শুরু করতেই ফের বিভ্রাট। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে গেল আপ করমণ্ডল এক্সপ্রেসের।
রেলের ঘোষণা অনুযায়ী, বুধবার দুপুর ৩টে ২০ মিনিটে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়। যাত্রা শুরুর সময় এসি বন্ধ ছিল। কিছুক্ষণ পর এসি চালু করা হলেও সাঁতরাগাছিতে পৌঁছেই বন্ধ হয়ে যায় এসি। দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। পরে বি-১ এবং বি-২ কোচে এসি চালু হলেও, বি-৩ কোচের এসি বিকল হওয়ায় তা বন্ধই থাকে।
ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর ফের চাকা গড়িয়েছে করমণ্ডল এক্সপ্রেসের। বুধবার দুপুর ৩টে ২৬ মিনিটে শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় করমণ্ডল এক্সপ্রেস। আগের পথেই চলবে এই ট্রেন। দুর্ঘটনাগ্রস্ত বাহানগা বাজার স্টেশনের উপর দিয়েও যাবে করমণ্ডল এক্সপ্রেস।