পেটের দায়ে ভিন রাজ্যের কাজে যাচ্ছিলেন। শুক্রবার বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্ত ট্রেনেই ছিলেন পূর্বস্থলী দু'নম্বর ব্লকের বড় পোতা এলাকার আলমগীর শেখ এবং তাঁর মামা আল আমিন শেখ।। শনিবার দুপুরে কোন মতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা।
জানিয়েছেন, ট্রেন দুর্ঘটনার কবলে পড়তেই তাঁরা ছিটকে এদিক ওদিক চলে যান। ১৫ মিনিটের মধ্যে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন তাঁদের। এরপর তাঁরা কোনও মতে বাস ধরে হাওড়ায় পৌঁছান। শনিবার ফিরে আসেন নিজেদের বাড়ি।
অন্যদিকে, শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছিলেন বীরভূম নগরী গ্রাম পঞ্চায়েত এলাকার ঝড়ো করমশালের তিন যুবক। গত একমাস আগে কাজ করতে গিয়েছিল। চলতি মাসে গ্রামে ২৪ প্রহর নামক এক অনুষ্ঠানের জন্য বাড়ি ফিরছিলেন।
আরও পড়ুন - কর্মসূত্রে চেন্নাই যাচ্ছিলেন, দুর্ঘটনার পরেই নিখোঁজ, দুশ্চিন্তায় সিউড়ির পরিবার
দুর্ঘটনার সময় তিন যুবকের মধ্যে একজন শৌচালয়ে গিয়েছিলেন। কোনক্রমে তিনি রক্ষা পেয়ে বাড়ির সঙ্গে যোগাযোগ করেন। তিনজনের মধ্যে লাভলু মাল নামে এক যুবকের এখনও খোঁজ মেলেনি। অনিল ডোম নামে এক যুবক সুস্থ রয়েছেন। গ্রামে ফিরে আসছেন তিনি। েই দুর্ঘটনায় আহত হয়েছেন মহিম ডোম নামে অপর এক যুবক।