'বয়স হচ্ছে, এবার যাওয়ার পালা । নতুনদের জায়গা করে দিতে হবে ।' ফিরহাদ হাকিমের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে । কয়েকদিন ধরে পার্কিং ফি নিয়ে বিতর্ক চলছে । কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকের ফিরহাদের গলায় অসন্তোষও প্রকাশ পেয়েছিল । কিন্তু, আর এ বিষয়ে একটি শব্দও বলেননি মেয়র । পার্কিং বিতর্কে দলের প্রতি অভিমান থেকেই কি সাম্প্রতিক মন্তব্য করলেন ফিরহাদ ? তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । কিন্তু, বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।
রবিবার চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গিয়েছিলেন ফিরহাদ হাকিম । সেখানে তিনি বলেন, "২৫ বছর ধরে মানুষের কাজ করছি । এখন বয়স হচ্ছে। আজ এক দাদাকে দাহ করে এলাম। একদিন আমাকেও চলে যেতে হবে। নতুনদের জায়গা করে দিতে হবে।" তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে । যদিও কুণাল ঘোষের দাবি, "ফিরহাদ যা বলেছেন, সেটা জীবনদর্শনের কথা বলেছেন। সেটাকে অন্যভাবে দেখার কোনও কারণ নেই।"
১ এপ্রিল থেকে কলকাতা পুর এলাকায় বিভিন্ন গাড়ির পার্কিং ফি বাড়িয়েছে কলকাতা পুরসভা। এদিন সাংবাদিক বৈঠক করে কুণাল জানান, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছেন ফিরহাদ হাকিম। পুরসভার সিদ্ধান্তে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা। এর জবাবে, পাল্টা ফিরহাদ সংবাদমাধ্যমকে বলেন, মুখ্যমন্ত্রী বললে পার্কিং ফি বাড়ানোর নির্দেশ প্রত্যাহার করে নেব । তবে এটা সাংবাদিক বৈঠক করে না বলে দলের ভিতরে বললেও হত! বিষয়টি নিয়ে শাসকদলের অন্দরে চাপান-উতোর শুরু হয় । এরপরেই তৃণমূল টুইট করে পার্কি ফি প্রত্যাহার করা হয়েছে বলে জানায় । পরে পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করে বর্ধিত পার্কিং ফি তুলে নেওয়ার বিষয়টি জানানো হয় ।