Bankura University: অস্থায়ী ফিজিক্স অধ্যাপকের বেতন ৩০০ টাকা! বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নোটিস নিয়ে বিতর্ক

Updated : Mar 28, 2023 21:05
|
Editorji News Desk

যোগ্যতা পিএইচডি অথবা নেট উত্তীর্ণ। বেতন ক্লাস প্রতি ৩০০ টাকা। গত ২৪ মার্চ পদার্থ বিদ্যায় লেকচারার পদে নিয়োগের জন্য এমনই এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই সমালোচনা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিরোধী ছাত্র সংগঠনগুলিও কড়া বার্তা দিয়েছে। বিষয়টি নিয়ে মুখ খোলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের 'অঙ্কুর' নামে একটি প্রকল্প নিয়ে বিতর্ক হয়। যেখানে বলা হয়, প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা। এবার পদার্থবিদ্যার লেকচারার পদ নিয়ে বিতর্ক বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে।  এই নিয়ে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, "সিভিক ভলান্টিয়ারের পর্ব এখন অতীত। এবার সিভিক লেকচারার। রাজ্যের শিক্ষা দফতরের অধিকাংশ জেলে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত ব্যর্থতা। অধ্যাপক হিসেবে আমি বিরক্ত বোধ করছি।" 

এই নিয়ে সমালোচনা করেছে এসএফআই। বাঁকুড়া জেলার সম্পাদক অনির্বান গোস্বামী বলেন, "বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি শুধু শিক্ষাকে অপমান নয়। রাজ্যের শিক্ষিত যুবককে অপমান করা। আমরা ধিক্কার জানাই।" বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৌরভ দত্ত জানান, এটা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন সিদ্ধান্ত। এর বেশি কিছু বলব না।   

২৪ মার্চের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যায় অস্থায়ী লেকচারার নিয়োগ করা হবে। চাকরি পেতে স্নাতকোত্তর হতে হবে। ওই বিষয়ে পিএইচডি অথবা নেট পাশ করতে হবে। সপ্তাহে সর্বাধিক ৪টি ক্লাস করতে পারবেন। বেতন হিসেবে প্রতি ক্লাসে ৩০০ টাকা দেওয়া হবে।   

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর