Rukbanur Rahman: চাকরির জন্য দেওয়া টাকা ফেরানো হবে, তৃণমূল বিধায়কের নামে পোস্টার নদীয়ায়

Updated : Sep 20, 2022 08:14
|
Editorji News Desk

তৃণমূলের বিধায়ক রুকবানুর রহমানের নাম-সহ পোস্টার পড়ল নদীয়ার চাপড়ায়! যে-সব চাকরিপ্রার্থীরা চাকরির জন্য টাকা দিয়েছেন, তাঁদের সেই টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে ওই পোস্টারে। তার নিচে বিধায়ক রুকবানুর রহমান-সহ তৃণমূল নেতাদের নাম! কোথা থেকে টাকা ফেরত নিতে হবে, সে-কথাও বলা হয়েছে পোস্টারে।

তৃণমূলের বিধায়ক রুকবানুর রহমানের অবশ্য দাবি, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর ভাবমূর্তি খারাপ করতে বামপন্থী দলগুলি এবং বিজেপির পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। এই চক্রান্তে তৃণমূলের একাংশও জড়িত থাকতে পারেন বলে আশংকা রুকবানুরের।

চাপড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পোস্টার পড়েছে। রুকবানুর ছাড়াও পোস্টারে রয়েছে চাপড়া তৃণমূলের ব্লক সভাপতি শুকদেব ব্রহ্ম ও তাঁর ভাই জয়দেব ব্রহ্মের নামও।

পোস্টারে বলা হয়েছে, 'এতদ্বারা চাপড়া ব্লকের সকল অধিবাসীবৃন্দকে জানানো যাইতেছে যে, সকল শিক্ষিত যুবক যুবতী চাকরি পাওয়ার জন্য অ্যাডভান্স টাকা দিয়েছেন, তাদের এই মুহূর্তে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে তাদের টাকা ফেরত দিয়ে দেয়া হবে। যারা চাকরির জন্য অগ্রিম টাকা দিয়েছেন, তাদের অনুরোধ করা যাচ্ছে, তারা যেন নিম্নে বর্ণিত ঠিকানায় নিম্নোক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে নিজ নিজ টাকা ফেরত লইয়া যান।’ পোস্টারে বলা হয়েছে, 'সকলকে ১৫ সেপ্টেম্বর ২০২২ এর মধ্যে অগ্রিম প্রদত্ত টাকা ফেরত দিয়ে দেয়া হবে। নিম্নে বর্ণিত ঠিকানায় নিম্নোক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।' এরপর বিধায়ক সহ তৃণমূল নেতাদের নামধাম লেখা রয়েছে।

TMC MLARukbanur Rahaman

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর