২৯ জুলাই মহরম। নির্দিষ্ট সময় মহরমের উৎসবে ড্রাম বাজানো শেষ করতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলা নিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মহরমে যাতে শব্দ দূষণ না হয়, তা নিয়ে নির্দেশিকা দিয়েছে হাই কোর্ট।