পঞ্চায়েত মামলায় আদালতকে অবমাননার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর করা মামলার ভিত্তিতে এই রুল জারি করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে একাধিক জায়গায় অশান্তির খবর মিলেছিল, এই নির্বাচনে অসংখ্য মানুষের প্রাণ-ও গিয়েছিল। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক, এই আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয়। নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, সময়সীমা পেরিয়ে গেলেও সেই নিয়ম কার্যকর হয়নি, এর জেরে আদালতের অবমাননা হয়েছে। জবাবদিহি চাইতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তলব কলকাতা হাইকোর্টের।