গ্রেফতারির পিছনে ফের চক্রান্তের অভিযোগ করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রেশন বণ্টন দুর্ণীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর শুক্রবার সকাল ৮টা নাগাদ তাঁকে জোকার ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Read More- রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক, গভীর রাতে আনা হল সিজিও-তে
হাসপাতালে যাওয়ার পথে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তোলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বক্তব্য, গ্রেফতারির পিছনে পুরো চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। পাশাপাশি তাঁর অভিযোগ,পুরো বিজেপির চক্রান্তের শিকারও তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি শুরু করেন ED আধিকারিকরা। একই সঙ্গে তাঁর অপ্ত সহায়ক অমিত দে-র বাড়িতেও তল্লাশি চলতে থাকে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য জানতে পারেন ED আধিকারিকরা। এরপর তাঁরা সেখান থেকে বেরিয়ে যান।
এরপর রাত ৩টে নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় CGO কমপ্লেক্সে। সেখান থেকে শুক্রবার সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।