রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) রণদামামা বেজে গিয়েছে। ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট। প্রাথমিক ভাবে ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনই চলল গুলি। তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকদের হাতাহাতিতে মৃত্যু এক কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম ফুলচাঁদ শেখ।
কে আগে মনোনয়ন দেবে, এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তৃণমূল ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে। সেই থেকেই সংঘর্ষ ও গুলি। গুলিবিদ্ধ হন ফুলচাঁদ। বেশ কয়েকজন আহত হন।রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।
আরও পড়ুন: সুষ্ঠুভাবে নির্বাচন করতে মুখ্য়সচিবের সঙ্গে বৈঠক, চিহ্নিত ৫ স্পর্শকাতর জেলা
এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুরও। ঘটনাস্থলে চলল ৫ রাউন্ড গুলি। দুপুরের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় পরিবেশ। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুরের বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।