পাঁচ রাজ্যে নির্বাচন চলাকালীনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, ভোট গ্রহণ চলাকালীন একাধিক রাজ্যে ভোট প্রচারে যাচ্ছেন মোদী। এবং কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
শুক্রবার অধীর চৌধুরী বলেন, "যখন পাঁচ রাজ্যের নির্বাচন চলছে তখন দিল্লি ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যে সব রাজ্যগুলিতে নির্বাচন চলছে সেখানে গিয়ে ভোট প্রচার করছেন। পাশাপাশি কংগ্রেসের নামে অপপ্রচার চালাচ্ছেন।
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা মুখ না খোলায় ক্ষুব্ধ তিনি।