আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসনরফা নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ কার্যত মেনে নিল কংগ্রেস। যদিও জোটসঙ্গীদের মনোভাব নিয়েও সন্দেহ প্রকাশ করেছে তারা।
লোকসভা নির্বাচনে আগেই একলা চলার নীতি নিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রকাশ্যেই তা একপ্রকার জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, আসনরফা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে কংগ্রেস। এবার কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছেন, আসন নিয়ে সিদ্ধান্ত আরও একটু আগে নেওয়া উচিত ছিল।
শুধু তৃণমূল কংগ্রেস নয়, পঞ্চাবেও একলা চলবে বলে জানিয়েছে সেখানকার আপ সরকার। এমনকি দিল্লিতেও একটি মাত্র লোকসভা আসন কংগ্রেসকে ছেড়েছে আপ। এরপরেই কংগ্রেসের তরফে আসন বণ্টন নিয়ে আফশোস করা হয়েছে। তবে এরই সঙ্গে জোটসঙ্গীদের বিরুদ্ধেও মন্তব্য করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
কী বলেছেন জয়রাম রমেশ?
এবিষয়ে জয়রাম বলেছেন, "আসন বণ্টন নিয়ে সামান্য দেরি হয়েছে। কিন্তু কাজটি সহজ নয়। কিছু কিছু রাজ্যে জোটসঙ্গীদের বিরুদ্ধেও লড়তে হচ্ছে আমাদের।"