তিন রাজ্যে ভরাডুবির জন্য কংগ্রেসের একলা চলো নীতিকেই দুষলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দমদম বিমানবন্দরে কংগ্রেসকে দোষারোপ করে তিনি জানান, কংগ্রেস প্রদেশ নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে। তাঁর বক্তব্য, বিজেপিকে হারানোর জন্য যে রাজ্যে যে রাজনৈতিক দল শক্তিশালী তাদের লড়তে দেওয়া হোক। কিন্তু কংগ্রেস এই যুক্তি মানতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
এদিন তিনি কংগ্রেসের উদ্দেশে ভুল সংশোধন করারও বার্তা দেন। তাঁর যুক্তি কংগ্রেস যদি সকলকে নিয়ে চলার মানসিকতা রাখত তাহলে এমন বিপর্যস্ত হতে হতো না।
এদিন তিন রাজ্যের ফলাফলের পাশাপাশি রাজ্যের বিধানসভা নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, "২০১৯ সালের ফলাফল খারাপ হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিবর্তন করেছি। এবং ২০২১ সালে ভালো ফল করতে পেরেছি।" একইসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গ গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উত্তরবঙ্গ সফর রয়েছে।