পুনঃনির্বাচনের আগে নতুন করে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ভোটের দিন কোচবিহারের একাধিক অঞ্চল থেকে হিংসার অভিযোগ এসেছে। ওই জেলায় ৫৩টি বুথে পুর্নির্বাচনের আগের রাতে দিনহাটা ১ নং ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৬/২৬২ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী নুরনাহার বিবি সহ তার একাধিক তাঁর একাধিক কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।
Panchayet Repoll 2023: পুনর্নির্বাচনেও নজরে মুর্শিদাবাদ, এক ঝলকে কোন জেলায় কত বুথে ভোট?
কংগ্রেস প্রার্থীর অভিযোগ সেই বুথে পুনর্নিবাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী পপি বর্মন ও মোমেনা খাতুনের লোকজন এসে তাঁদের বাড়িতে ভাঙচুর চালায় এবং সেই সাথে বোমাবাজি করে। ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গেছে বিপুল সংখ্যক পুলিশ।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে