প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, যত বড় রাজনৈতিক নেতা হোক, দুর্নীতিতে নাম জড়ালে কাউকে রেওয়াত করা হবে না। এই ভার্চুয়াল বৈঠকের কয়েকঘণ্টার মধ্যেই ফেসবুক পোস্টে সেই বার্তা তুলে ধরলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। লিখলেন, অভিযোগ থাকলে, নির্ভয়ে পুলিশে বা তাঁর অফিসে এসে অভিযোগ জানাতে পারেন সাধারণ মানুষ।
তিনি ফেসবুকে লেখেন, "মুখ্যমন্ত্রী বার বার বলছেন, দলকে সামনে রেখে কোনও রকম তোলাবাজি করা যাবে না। চাকরি দেওয়ার নাম করে টেট প্যানেলে নথিভুক্ত করার নাম করে, সরকারি কাজ করিয়ে দেওয়ার নাম করে কেউ যদি মানুষকে প্রতারণা করে, তবে নির্ভয়ে পুলিশ বা আমার অফিসে এসে অভিযোগ জানান।" তিনি জানান, প্রতারককে ভয় করার কোনও কারণ নেই। যতই প্রভাবশালী হন, একদিন না একদিন ধরা পড়বেন প্রতারক। তাঁর পোস্টে এই প্রতারণা চক্র বন্ধ করার জন্য এগিয়ে আসতে অনুরোধ করেছেন কৃষ্ণনগরের সাংসদ।
আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে রাজ্যের মধ্যে দিয়ে গরু যাবে, দোষ হবে রাজ্যের ! কেন্দ্রকে আক্রমণ মমতার
প্রসঙ্গত, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাপস কুমার সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে কয়েককোটি টাকা প্রতারণার অভিযোগ উঠে এসেছে। যা নিয়ে অস্বস্তিতে দল। তৃণমূল সূত্রে খবর, প্রশাসনের পাশাপাশি দলও আলাদা করে এই নিয়ে অনুসন্ধান করছে।