Bogtui Political Reaction : বীরভূমে লালন মৃত্যু-রহস্য, বিজেপির থেকে জবাবদিহি তৃণমূলের, তদন্ত চান শুভেন্দু

Updated : Dec 20, 2022 02:52
|
Editorji News Desk

সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্য়ুতে লেগে গেল রাজনীতির রং। নাম না করে এই ঘটনায় বিজেপির থেকে জবাবদিহি চেয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই দাবিকে আমল দিতে নারাজ রাজ্য়ের বিরোধী দলনেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। সিবিআই হেফাজতে লালনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও লালনের মৃত্যু সংবাদ প্রকাশ্য়ে আসতেই নাম না করে সোমবার বিজেপির দিকে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। গত কয়েকদিন ধরেই ১২ ডিসেম্বর নিয়ে নানা দাবি করে এসেছেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কুণালের প্রশ্ন, শুভেন্দু ১২ ডিসেম্বর নিয়ে যা মন্তব্য করেছিলেন, তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কীনা, তা খতিয়ে দেখা উচিত। কুণালের এই প্রশ্নকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দাবি করেছে রাজনৈতিক মহল। একইসঙ্গে তৃণমূল মুখপাত্রের দাবি, এতদিন যাঁরা কথায় কথায় পুলিশ নিয়ে কথা বলতেন, তাঁদের এবার সিবিআই নিয়েও জবাব দিতে হবে। 

এদিকে বীরভূমের সিবিআই হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্য়ুর তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারও। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে বাম ও কংগ্রেসও। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর, সোমবার বেলা পৌঁনে পাঁচটা নাগাদ লালন শেখের মৃত্যুর খবর প্রথম সিবিআই থেকে জানানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্য়েই এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করে তার তদন্ত শুরু করা হয়েছে। সিবিআই হেফাজতে লালনের ঝুলন্ত দেহ উদ্ধারের পর তার পরিবারের লোকেরা খুনের অভিযোগ করেছে। 

এই বছরের ২১ মার্চ বীরভূমের বগটুইয়ের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ। এই মাসের গোড়ায় তাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতারও করেছিল সিবিআই। রামপুরহাট আদালতেও পেশ করা হয়েছিল। লালনকে ছয় দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। সিবিআইয়ে দাবি, সোমবার সকালেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তখনও সব ঠিকই ছিল। 

Suvendu Adhikarikunal ghoshLalan SeikhBogtuiTMCBJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর