ফের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল কলেজেরই সিনিয়রদের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব কলকাতার একটি বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের। আক্রান্ত ছাত্র কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের পড়ুয়া। তাঁর বাড়ি রামগড়ে। এনিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রের পরিবার।
ওই পড়ুয়ার বাবা জানিয়েছেন,গত ১১ অক্টোবর তাঁর ছেলের উপর হামলা চালায় কলেজের কয়েকজন সিনিয়র। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ। তারপর ফের মঙ্গলবার তাঁর উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। যদিও পুলিশের দাবি, উভয় পক্ষের মধ্যে মারামারি হয়েছে।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে এখনও বিভিন্ন স্তরে জলঘোলা চলছে। তারই মধ্যে কলকাতায় ফের এক পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠল সিনিয়রদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।