প্রচারের কাজে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ত্রিপুরা যাওয়ার দিনেই তাঁর বাড়িতে এল সিবিআই। সূত্রের খবর, কয়লাপাচার মামলায় তৃণমূল সাংসদের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে কথা বলতেই দক্ষিণ কলকাতার বাড়িতে গিয়েছে সিবিআইয়ের দল। জানা গিয়েছে, ওই দলে আছেন এক মহিলা আধিকারিক-সহ চার জন। এই নিয়ে দ্বিতীয়বার কয়লাপাচার-কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হলেন রুজিরা। এর আগে মার্চ মাসে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা।
কয়লাপাচার মামলায় এর আগে একাধিকবার তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু নানা কারণে দিল্লিতে গিয়ে সেই হাজিরা দেননি রুজিরা। তাঁর নামে দিল্লি আদালতের নির্দেশে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। এদিকে, মঙ্গলবার সকালেই ত্রিপুরা উড়ে গিয়েছেন অভিষেক। আগরতলায় তাঁর রোড শো করার কথা আছে।
এই ইস্যুতে হাজিরা দিয়ে গত কয়েকদিন আগেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে দিল্লিতে তলব করা হয়েছিল। সেখানে বার কয়েক হাজিরা দিয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছিলেন অভিষেক। এমনকী আদালতে দাবি করেছিলেন, তিনি দিল্লি আসতে পারবেন। কিন্তু তাঁর সন্তানদের সামলে দিল্লি এসে রুজিরার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তাই কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা যদি কলকাতায় তাঁর বাড়ি এসে রুজিরার সঙ্গে কথা বলেন, তা-হলে কোনও অসুবিধা নেই।