করমণ্ডল দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ওই ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, সোমবার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য়ের মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, জেলাশাসকদের দ্রুত নিহত ও আহতদের তালিকা পাঠাতে বলা হয়েছে। সেই তালিকা নবান্নে পৌঁছনোর পর বুধবার ক্ষতিপূরণ দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবারই ৩ দিনের সফরে দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর দার্জিলিং সফর বাতিল করেন। নবান্নের তরফে সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রীর সফর বাতিলের কথা জানানো হয়।