'মা' এর বিকল্প হয় না৷ আলাদা কোনও দিন নয়, আসলে প্রতিটা দিনই মায়ের জন্য৷ সারাদিন জুড়েই মায়েদের নিয়ে চলছে উদযাপন। এই বিশেষ দিনে মায়েদের নিয়ে কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মা’ নামে নতুন একটি কবিতা তিনি টুইট করেছেন।
৫ স্তবকের এই কবিতায় জীবনে সহজভাবে মায়ের গুরুত্ব ফুটিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী। ”যতই দেখি ততই জানি/মা আমাদের আশ্বস্ত বাণী/অফুরন্ত মায়ের ভালবাসা/আমাদের জোগাড় বাঁচার আশা।” মা ছাড়া জীবন কীভাবে গোলমেলে হয়ে যায়, বা দুঃসময়ে অসুখে মায়ের আদর যেভাবে ওষুধের মতো কাজ করে, সবই ফুটে উঠেছে তাঁর কবিতায়। মা ছাড়া যে জীবন শূন্য সেকথাও ফুটে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মা' কবিতায়।