পুজোতেও ঘরবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন সফর থেকে ফেরার পর চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। এদিন কালীঘাট থেকে রাজ্যের ৮০০ পুজোর উদ্বোধন করলেন। জানালেন, ২৭ অক্টোবর, দুর্গাপুজোর কার্নিভালে সশরীরে থাকবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা ও জেলার প্রায় ৮০০ পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই মঞ্চেই নিজের শরীর নিয়ে আপডেট দেন। মুখ্যমন্ত্রী বলেন, "পায়ে সংক্রমণ রয়েছে। এমনি আমি ঠিক আছি। আইভি ইঞ্জেকশন নিচ্ছি। ভাল করে হাঁটতে পারছি না। চিকিৎসকরা আরও কিছু দিন হাঁটাচলা না করতে বলেছেন।"
শনিবার দলের মুখপাত্রের পুজোসংখ্যার উদ্বোধনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠানেও থাকতে পারবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই তা স্পষ্ট হয়ে যায়।