মালদহ থেকে বীরভূমে ফিরে ফের বিশ্বভারতীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি দিয়েই তিনি জানান বিশ্বভারতীতে মেরুকরণ তিনি বরদাস্ত করবেন না। মালদহ থেকে ফিরেই এদিন তিনি আশ্রমিক এবং বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশের সঙ্গে কথা বলেন তিনি। তারপরেই বিশ্বভারতীর বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ করেন।
দিন কয়েক আগেই ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়েছিল বিশ্বভারতী। অনৈতিক ভাবে ছাত্রদের এই বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগে এক অধ্যাপককে সাসপেন্ডও করা হয়েছিল। এদিন নাম না করেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। স্মরণ করিয়ে দেন, বিশ্বভারতী একটা আন্তর্জাতিক স্থান। সেখানে কোনও ভাবেই মেরুকরণ বা রাজনীতি শোভা পায় না।
ছাত্র আন্দোলন থেকেই যে তাঁর উত্থান এদিন বোলপুরে ফের তা মনে করালেন তৃণমূল নেত্রী। তাই জানালেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতকে যদি কেউ গৈরিকীকরণ করতে চায়, তা-হলে তিনি প্রথম যিনি রুখে দাঁড়াবেন।