এগরার খাদিকুলে বিস্ফোরণে নিহত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন । এরপর খাদিকুলের অস্থায়ী মঞ্চ থেকেই নিহতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেন । সঙ্গে সঙ্গেই তিনি হোমগার্ডের চাকরির নিয়োগপত্র হাতে তুলে দেন । এছাড়া, নিহতদের পরিবারের হাতে আড়াই লক্ষ করে টাকা ক্ষতিপূরণও তুলে দেওয়া হয় । মুখ্যমন্ত্রী এদিন জানান, তিনি রাজনীতি করতে এখানে আসেননি । মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এসেছেন । তাঁর উদ্দেশ্য মানবিক ।
এগরার বিস্ফোরণের ঘটনার ১১ দিন পর সেখানে গেলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "ফায়ার ক্র্যাকার তৈরি বেআইনি। কিন্তু অনেকে পয়সার লোভে বেশি লোভ করতে চায়। নিজেও মারা গেল, এতগুলো লোককে নিয়ে গেল । আমরা প্রথম থেকেই যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমাদের নেতৃত্বের টিমও পাঠিয়েছি আমি।"
এদিন মুখ্যমন্ত্রী তড়িদাহত হয়ে যারা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকেও ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেন । রবিবার থেকেই যাতে সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়, সেই বিষয়ে জেলাশাসকদের অনুরোধ জানিয়েছেন তিনি ।