কয়েকদিন আগেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে ফলক বসানো হয়েছে। এবার সেই বিতর্কিত ফলক সরিয়ে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষকে কটাক্ষের পাশাপাশি ওই বিতর্কিত ফললকে অহংকারী বলেও অভিহিতও করেন।
ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর একটি ফলক বসানো হয়। সেখানে উপাচার্য এবং প্রধানমন্ত্রীর নাম থাকলেও ওই ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। সেখান থেকেই শুরু বিতর্ক। এবার নিজের এক্স হ্যান্ডেলে টুইট করলেন মুখ্যমন্ত্রী।
ওই ফলক বসানোর পরে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে জবাবদিহি তলব করেন রাজ্যপাল। সেসময় প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর নির্দেশেই শান্তিনিকেতনে ধর্না কর্মসূচি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস।